Failure story #1
আজ থেকে ১৪ বছর আগে, তখন ক্লাস ৬ এ পড়তাম, সুযোগ পাইলে স্কুল পালাইতাম, পালায়ে চলে যাইতাম সিলেট এর বন্দর এর সমবায় ভবন বা সবুজ বিপণি মার্কেট এর ইলেক্ট্রনিক্স এর দোকানে। গিয়ে দেখতাম তারা কিভাবে নতুন নতুন ইলেক্ট্রনিক্স এর প্রোডাক্ট বানায় আর সেল করে। পড়ে থাকতাম ওইখানেই। বেশির ভাগ এ ছিল, স্পিকার ( আমরা যারে ডেক সেট বলি আরকি) আর সোলার, চার্জার লাইট ওইসব। ওইসময় ওইগুলা নিয়াই ফেসিনাশন কাজ করতো।
আমি ভয়ঙ্কর রকমের ইলেক্ট্রনিক্স এর পাগল ছিলাম, কাজিন এর কাছ থেকে দুইটা বই পাই, নাম ছিল মজার হবি ইলেক্ট্রনিক্স আরেকটা সার্কিট ডায়াগ্রাম, দুইটা বই যে আমি কয়বার পড়সি তার ইয়ত্তা নাই। ওইখান এ যা যা প্রোজেক্ট ছিল সব করার চেষ্টা করতাম, টিফিন এর টাকা বাচিয়ে পার্টস কিনে আনতাম। যেহেতু ওইখানে পড়ে থাকতাম তাই সবাই পরিচিত হয়ে গেছিল। কম পয়সায় বা বাঁকিতে অনেক কিছু দিয়ে দিত। আমি এখন ও তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমাকে এত সাপোর্ট করায়।
ইলেক্ট্রনিক্স এ আগ্রহ থাকায় আমার ইচ্ছা ছিল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার হব। আর দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করব। ওইসব এর জন্যও তো টাকার দরকার তাই একটা বিজনেস শুরু করি নাম দেই “ত্রিমাত্রিক ইলেক্ট্রনিক্স”, তখন মনে হয় আমি ক্লাস সেভেন এ। আমি ওইসব দোকানে গিয়ে যেগুলার ডিমান্ড বেশি দেখতাম আর যেগুলা আমার টিফিনের টাকা বাঁচিয়ে করতে পারতাম ওইগুলাই বানাইতাম আর বিক্রির চেষ্টা করাতাম।
পরে আমার চেনা পরিচিত কিছু লোকজন আমার প্রোডাক্ট কেনে (চার্জার লাইট ছিল মনে হয়) আর ২ টা স্পিকার সিস্টেম সেল করি। প্রায় ৩-৪ হাজার টাকার মত আয় করেছিলাম যত দূর মনে পড়ে।
আমি মনে হয় তখন ৯ – ১০ এ পড়ি। ইলেক্ট্রনিক্স এর মাইক্রোকন্ট্রোলার নিয়ে পরে কাজ করতে গিয়ে আমি প্রথম প্রোগ্রামিং এর বেপারে জানতে পারি, ওইখান থেকে প্রথমে সি প্রোগ্রামিং টা শিখি। ইলেক্ট্রনিক্স এর কাজ এর জন্যও যে যে যন্ত্রপাতি দরকার তা অনেক দামি। ওইগুলা কিনে সামনে চালায় যাওয়ার মত অবস্থা ছিল না। পরে জানতে পারি পিএইচপি শিখলে অনেক টাকা আয় করা যায়। এর পরেই পিএইচপি নিয়ে পড়ে থাকা শুরু করি।
এর পর থেকে আর ইলেক্ট্রনিক্স নিয়ে তেমন কিছু করা হয় নাই। যথেষ্ট টাকা আয় করার পরেও ওইটাতে সময় দেয়ার মত অবস্থা আর হয় নাই। আর এর মাঝে দিয়েই আমার “ত্রিমাত্রিক ইলেক্ট্রনিক্স” এর ইতি ঘটে।
বিজনেস বন্ধ হয়ে গেলেও এইটা থেকে অনেক অনেক কিছু শিখেছি যা আমার ক্যারিয়ারে অনেক কাজে লাগে। যদি আমি এইটা শুরু না করতাম তাইলে হয়ত এখন আমি যা করছি বা যে অবস্থানে আছি তা করতে পারতাম না।
আর এই শিক্ষা পাইলাম যে স্বপ্নের পেছনে ছুটে কেউ বার্থ হয় না।
ছবিটা ক্লাস 8-9 এ থাকতে একটা বিজ্ঞান মেলার। এই প্রোজেক্ট এর জন্যই মাইক্রোকন্ট্রোলার এর ধারনা হয় প্রথম। এবং পরে তা কিছুটা শিখি।